ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
হাসিনা আমলে করা ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১, ২১ অক্টোবর ২০২৫

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ এই তথ্য জানান।
উপদেষ্টা তার পোস্টে লেখেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পযালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।”
এ সংক্রান্ত একটি ফটোকার্ডও পোস্ট করেন তিনি। সেখানে লেখা- “হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলো বিবেচনাধীন।”
পোস্টে তিনি ভারতের সঙ্গে চুক্তি ও প্রকল্পগুলোর বাতিল এবং পুনর্বিবেচনাধীন তালিকাও প্রকাশ করেন।
তালিকায় উল্লেখ করা হয়েছে-
১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (স্বাক্ষরের সাল ২০১৭, বাতিল)।
২. অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ ( ২০১৮, বাতিল)।
৩. আশুগঞ্জ-আগরতলা করিডোর (২০১৬, বাতিল)।
৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (২০১৯, বাতিল)।
৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (২০২২, স্থগিত)।
৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (২০১৮, বাতিল)।
৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (২০২৩, বাতিল)।
৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (২০২০, বাতিল)।
৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (২০১৯, বাতিল)।
১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা ) (২০১৯, বাতিল) ।
১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (২০১৭, পুনর্বিবেচনা)।
১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (১৯৯৬, নবায়ন/পুনর্বিবেচনা)।
১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (২০১১, খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)।
১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তি (২০১৪, বাতিল)।