ইসির অফিস আদেশ জারি
ইসির ৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৯, ২১ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয়ে ২০২৩–২৪ অর্থবছরে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১২তম থেকে ২০তম গ্রেডভুক্ত) ৩৩৪ জন কর্মচারীর পুলিশ ভেরিফিকেশন সম্পন্নের নির্দেশ দিয়েছে ইসি।
সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর সই করা অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুযায়ী কর্মচারীদের চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা ও নিজ জেলা সম্পর্কিত তথ্য যাচাই করতে হবে। কারণ, পূর্ববর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মচারীর পুলিশ প্রত্যয়ন (ভেরিফিকেশন) এখনও সম্পন্ন হয়নি।
নির্দেশনায় আরও বলা হয়— সংশ্লিষ্ট কর্মচারীদের ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পুলিশ প্রত্যয়ন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুটি সেট স্ব-স্ব অফিসপ্রধানের কাছে জমা দিতে হবে।
ইসি সচিবালয়ে কর্মরতদের ফরম ও কাগজপত্র জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে সংগ্রহ করা হবে।
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মরতদের ফরমে সইপূর্বক ১০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর স্থায়ী ঠিকানার জেলার পুলিশ সুপার (এসপি) বরাবর পাঠাতে হবে।
যাচাই শেষে একটি সত্যায়িত কপি সংশ্লিষ্ট দফতরে সংরক্ষণ এবং মূল কপি জনবল ব্যবস্থাপনা-২ শাখায় পাঠাতে হবে।
অন্য এক অফিস আদেশে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রেও একইভাবে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে কর্মচারীদের তথ্যের স্বচ্ছতা ও প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় কমিশন।