বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

পোশাক খাত ও লাখো শ্রমিকের জন্য সুসংবাদ : খলিলুর রহমান

সমাজকাল

প্রকাশ: ১৭:২৭, ১ আগস্ট ২০২৫

পোশাক খাত ও লাখো শ্রমিকের জন্য সুসংবাদ : খলিলুর রহমান

পোশাক খাত ও লাখো শ্রমিকের জন্য সুসংবাদ : খলিলুর রহমান, ২০ শতাংশ শুল্কে রফতানি সুবিধা অব্যাহত : মার্কিন সিদ্ধান্তে খুশি সরকার নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের পোশাকখাত নিয়ে মার্কিন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, “আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছি। এটা আমাদের পোশাক খাত ও এই খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য নিঃসন্দেহে সুসংবাদ।” ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত তৃতীয় দফার দ্বিপাক্ষিক আলোচনার পর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসে তা ২০ শতাংশে নামিয়ে আনে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই শুল্ক হার ঘোষণা করেন। এরপরই ঢাকায় পাঠানো একটি বিবৃতিতে প্রতিক্রিয়া জানান উপদেষ্টা খলিলুর রহমান। এই আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলের অন্যতম সদস্য হিসেবে ছিলেন খলিলুর রহমানও। তিনি বলেন, “আমরা সতর্কভাবে আলোচনার টেবিলে বসেছি যাতে জাতীয় স্বার্থ ও আমাদের সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকে।” খলিলুর রহমান আরও জানান, “আমাদের পোশাক শিল্পকে সুরক্ষা দেওয়া ছিল সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে এবং মার্কিন কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এ সিদ্ধান্তের ফলে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো এবং বিশ্বের সবচেয়ে বড় ভোক্তাবাজারে প্রবেশাধিকার আরও সম্প্রসারিত হবে।” বিশ্লেষকদের মতে, শুল্ক হার কমিয়ে আনার মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক একটি ভারসাম্যপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: