বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমালেও চাপ কমেনি : বাংলাদেশের ওপর এখন ২০ শতাংশ শুল্ক

সমাজকাল

প্রকাশ: ১৩:০৬, ১ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমালেও চাপ কমেনি : বাংলাদেশের ওপর এখন ২০ শতাংশ শুল্ক

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমালেও চাপ কমেনি : বাংলাদেশের ওপর এখন ২০ শতাংশ শুল্ক নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল, তা ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনছে হোয়াইট হাউস। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তে স্বাক্ষর করেন এবং রাতেই তা কার্যকর হয়। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করে, যাদের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশও এই তালিকায় ছিল এবং তখনই ৩৫ শতাংশ শুল্কের ঘোষণা আসে। যদিও ওই আদেশ ৯ এপ্রিল তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল, যার মধ্যেই চালানো হয় কূটনৈতিক আলোচনা। শেষ পর্যন্ত তিন দফা আলোচনার পর বাংলাদেশ এই শুল্ক হার ১৫ শতাংশ কমাতে রাজি করাতে সক্ষম হয়। শেষ দফার আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনদিনব্যাপী বৈঠকে বিভিন্ন বাণিজ্য, শ্রমমান ও কৌশলগত বিষয় উঠে আসে আলোচনায়। হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়, শুধু বাংলাদেশ নয়—পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং শ্রীলঙ্কার ওপর ১৯–২০ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। তবে মিয়ানমারের ক্ষেত্রে হার সবচেয়ে বেশি—৪০ শতাংশ। বাণিজ্য সচিবের ভাষ্যমতে, শুল্কহার কমানো বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের ফল। যদিও আগের গড় ১৫ শতাংশ শুল্ক ও নতুন পাল্টা ২০ শতাংশ মিলিয়ে এখন বাংলাদেশের পণ্য আমদানি করতে যুক্তরাষ্ট্রে মোট ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত একদিকে বাংলাদেশের কিছুটা স্বস্তির হলেও রপ্তানিকারকদের জন্য এখনো বড় ধরনের চাপ। পোশাক, চামড়া এবং হালকা প্রকৌশলজাত পণ্যের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে আরও কৌশলী হতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এবং নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: