তিনদিনব্যাপী আয়োজনে বিয়ে সারলেন জেফ বেজোস ও লরেন সানচেজ
সমাজকাল
প্রকাশ: ১৩:৪৪, ২৯ জুন ২০২৫

ভেনিসে জেফ বেজোস ও লরেন সানচেজের রাজকীয় বিবাহ উৎসব ঘিরে দেখা গেল বিলাসিতা, গোপনতা এবং পরিবেশ আন্দোলনের মিশ্র প্রতিক্রিয়া। সমাজকালের বিশেষ প্রতিবেদন।
সমাজকাল ডেস্ক
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস এবং সাংবাদিক ও উপস্থাপিকা লরেন সানচেজ ইতালির ভেনিস শহরে তাঁদের তিনদিনব্যাপী জমকালো বিবাহ উৎসবের পর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে উদ্যাপন সম্পন্ন করেছেন।
গোপনতা আর জাঁকজমকের সংমিশ্রণ
সান জর্জিও মাজিওর দ্বীপে শুক্রবার (২৭ জুন) বেজোস ও সানচেজ গোপনে বিয়ে করেন। ঐতিহাসিক এ দ্বীপে অনুষ্ঠিত ওই গোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন বিশিষ্ট অতিথি—কিম কার্দাশিয়ান, বিল গেটস, ওপরা উইনফ্রে, উশার, কার্লি ক্লস, ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনারসহ হলিউড ও কর্পোরেট দুনিয়ার তারকারা।
বিয়ের অনুষ্ঠান ও পরে নৈশভোজে সানচেজ তিনবার পোশাক বদলান। তার বিয়ের গাউনটি ছিল Dolce & Gabbana-এর এক বছরেরও বেশি সময় ধরে বানানো কাস্টম ডিজাইন, যেখানে ছিল ১৮০টি সিল্ক চিফনের কভার করা বোতাম। পরে ১৯৪৬ সালের চলচ্চিত্র Gilda-থেকে অনুপ্রাণিত সুইটহার্ট নেকলাইনের গাউন এবং একটি Oscar de la Renta-র ১,৭৫,০০০ ক্রিস্টালে খচিত ককটেল ড্রেস পরেন তিনি।
উৎসবের নানা মুহূর্ত
শনিবার বিবাহোত্তর উৎসব অনুষ্ঠিত হয় বিখ্যাত ভেনিস আর্সেনালে, যেখানে নবদম্পতি নৌকায় করে পৌঁছান। সানচেজ পরেছিলেন গোলাপি রঙের Atelier Versace গাউন এবং বেজোস ছিলেন কালো শার্ট ও স্যুটে। অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁদের দেখা যায় কিংবদন্তি Harry’s Bar-এ প্রবেশ করতে, যা একসময় আর্নেস্ট হেমিংওয়ের প্রিয় স্থান ছিল।
বিয়ের আগে সানচেজ একটি ফ্যাশনেবল ডিওরের সাদা স্কার্ট স্যুটে, টম ফোর্ড সানগ্লাস ও হ্যাপবার্ন-স্টাইল স্কার্ফ পরে নৌকায় চড়ে দ্বীপে যান। তাঁর হাতে ছিল বিখ্যাত Hermès Kelly ব্যাগ এবং পায়ে ছিল Jimmy Choo-র হিল।
বিক্ষোভ আর বিতর্ক
এ উৎসব ঘিরে শহরের একাংশে বিক্ষোভ দেখা যায়। Extinction Rebellion ও Greenpeace-এর মতো জলবায়ু আন্দোলনকারীরা শহরের বিভিন্ন জায়গায় ব্যানার ও প্রতীকী প্রতিবাদে অংশ নেয়। তাঁদের অভিযোগ, ধনীদের জন্য শহরকে "ভাড়া দেওয়া" পরিবেশ ও জনজীবনের জন্য হুমকি। এমনকি শেষ মুহূর্তে একাধিক ভেন্যু বদলাতেও বাধ্য হন আয়োজকরা।
এখনও স্পষ্ট নয় যে তাদের বিয়ে আইনি দিক থেকে ইতালিতে নিবন্ধিত হয়েছে কিনা। ভেনিস সিটির মেয়রের অফিস থেকে সিএনএনকে জানানো হয়, এমন কোনো রেজিস্ট্রেশনের অনুরোধ তাঁদের কাছে আসেনি, অর্থাৎ অনুষ্ঠানগুলো সম্ভবত আনুষ্ঠানিক কিন্তু আইনগতভাবে বাঁধ্যতামূলক নয়।
তবে অনুষ্ঠান শেষে লরেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল পরিবর্তন করে রেখেছেন Lauren Sanchez Bezos—এতে অনেক কিছুই স্পষ্ট হয়ে ওঠে।
তারকা উপস্থিতি ও ফ্যাশন
পুরো সপ্তাহান্তে উপস্থিত তারকারা পরেছেন বিলাসবহুল ডিজাইনার পোশাক। কিম কার্দাশিয়ান ছিলেন ভিনটেজ ভার্সাচেতে, কাইলি জেনার নীল করসেট গাউনে, ওপরা পরেছিলেন Solace London-এর কাস্টআউট পোশাক। উশার ও অন্যান্যদের পোশাকে ছিল লিনজারি ও পায়জামা-অনুপ্রাণিত থিমেটিক ধারা।
তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইতালিয়ান টেনর আন্দ্রেয়া বোচেলির পুত্র মাত্তেও বোচেলির গাওয়া এলভিস প্রেসলির “Can’t Help Falling in Love”।
গোপনীয়তা, বিত্ত আর বিখ্যাত মুখের সমন্বয়ে এই বিয়েটি হয়ে উঠেছে ২০২৫ সালের সবচেয়ে আলোচিত অনুষ্ঠান। যতটা না এটি ভালোবাসার উদযাপন, ততটাই ছিল এটি ভেনিস শহর, সংস্কৃতি ও পরিবেশকে ঘিরে একটি বিতর্কের কেন্দ্রবিন্দু।