বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য গবেষণায় পূর্ণ ফান্ডেড পিএইচডি স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৩:০২, ২১ আগস্ট ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য গবেষণায় পূর্ণ ফান্ডেড পিএইচডি স্কলারশিপ

বাংলাদেশের পোশাকশিল্পে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সেন্টার (সিইডি) পূর্ণ ফান্ডেড দুইটি পিএইচডি স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে।

গবেষণার বিষয়বস্তু

এই গবেষণার মূল ফোকাস হবে জলবায়ুকেন্দ্রিক হস্তক্ষেপ, সার্কুলার ইকোনমি এবং সামাজিক স্থায়িত্ব। গবেষকরা কর্মীদের অভিজ্ঞতা, কাহিনি ও আকাঙ্ক্ষা নথিভুক্ত করতে ইন্টারভেনশন এথনোগ্রাফি পদ্ধতি ব্যবহার করবেন। পাশাপাশি ৫এস ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (OHS) মানদণ্ডের আলোকে অপারেশনাল উন্নয়নের কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পিএইচডি ভর্তি যোগ্যতা থাকতে হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি (সিজিপিএ কমপক্ষে ২.৫ বা সেকেন্ড ক্লাস) থাকতে হবে।

পিয়ার-রিভিউ জার্নালে অন্তত একটি প্রকাশনা থাকলে বাড়তি সুবিধা দেওয়া হবে।


সুবিধাসমূহ

নির্বাচিত প্রার্থীরা তিন বছরের জন্য নিম্নলিখিত সুবিধা পাবেন:

  • মাসিক স্টাইপেন্ড
  • ভর্তি ও কোর্স ফি
  • মাঠ গবেষণার খরচ
  • প্রকাশনা ব্যয়


কর্মস্থল ও আবেদন

গবেষণার স্থান হবে ঢাকা। আবেদনকারীদের ই-মেইল করতে হবে: ced.projects@bracu.ac.bd।

শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫

 এই স্কলারশিপ বাংলাদেশের টেকসই উন্নয়ন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলে দিতে পারে। গবেষকরা সরাসরি শিল্প খাতের ভেতরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবেশবান্ধব সমাধান প্রস্তাব করার সুযোগ পাবেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: