বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

নেদারল্যান্ডসে বিনা মূল্যে উচ্চশিক্ষা : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৩:১১, ২১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৩৫, ২১ আগস্ট ২০২৫

নেদারল্যান্ডসে বিনা মূল্যে উচ্চশিক্ষা : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ

বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণের অন্যতম গন্তব্য নেদারল্যান্ডস। উন্নত শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সহজ যোগাযোগ এবং ইংরেজির ব্যাপক প্রচলন দেশটিকে শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।

বাংলাদেশসহ ৬৯টি দেশের শিক্ষার্থীদের জন্য এখন নেদারল্যান্ডসে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে সরকার–সমর্থিত এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ (Eric Bleumink Scholarship)। এই বৃত্তির আওতায় নির্বাচিতরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।

 

  • কী কী সুবিধা পাওয়া যাবে?
  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • ভ্রমণ খরচ বহন
  • জীবনযাপন ও আবাসনের ব্যয়
  • স্বাস্থ্যবিমা সুবিধা
  • বই কেনার জন্য অতিরিক্ত অর্থ সহায়তা
  • আবেদনের যোগ্যতা
  • শক্তিশালী একাডেমিক রেকর্ড থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (IELTS/TOEFL স্কোর লাগতে পারে)।

 আবেদন করার নিয়ম

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং একাডেমিক নথি জমা দিতে হবে।
 বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন: Eric Bleumink Fellowship – University of Groningen

 আবেদনের শেষ তারিখ

১ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপে উচ্চশিক্ষা সব সময়ই একটি বড় স্বপ্ন। তবে অর্থনৈতিক ব্যয়ের কারণে অনেকেই পিছিয়ে যান। এ ধরনের পূর্ণাঙ্গ বৃত্তি শিক্ষার্থীদের জন্য শুধু পড়াশোনার সুযোগই নয়, বরং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, গবেষণা ও কর্মসংস্থানের নতুন পথ খুলে দিতে পারে। নেদারল্যান্ডসে পড়াশোনার পাশাপাশি জার্মানি ও বেলজিয়ামের মতো প্রতিবেশী দেশে কাজ করার সুযোগও শিক্ষার্থীদের ক্যারিয়ারে বাড়তি সুবিধা যোগ করবে।

 যারা ভবিষ্যতে গবেষণা, আন্তর্জাতিক ক্যারিয়ার বা ইউরোপে স্থায়ীভাবে কাজের স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এই স্কলারশিপ হতে পারে এক বিরল সুযোগ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: