বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সরকারের বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৩:২৮, ২৪ আগস্ট ২০২৫

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সরকারের বড় সুখবর

বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির উদ্দেশ্যে যাত্রা করতে ইচ্ছুক তরুণদের জন্য সরকারের পক্ষ থেকে এসেছে এক যুগান্তকারী সুখবর। এখন থেকে বিদেশগামী শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে তাদের শিক্ষাগত সনদ যাচাই (Verification) এবং অ্যাপোস্টিল (Apostille) করতে পারবেন।

নতুন ডিজিটাল সেবা চালু

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, এতদিন শিক্ষাগত সনদ যাচাই ও অ্যাপোস্টিল প্রক্রিয়া ছিল সময়সাপেক্ষ, জটিল ও ব্যয়বহুল। শিক্ষার্থী ও কর্মীদের একাধিকবার দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে যেতে হতো, যা অনেকের জন্য ছিল ঝক্কির। এখন বাংলাদেশ সরকার সম্পূর্ণ অনলাইন সনদ যাচাই এবং অ্যাপোস্টিল সিস্টেম চালু করেছে।

এই উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সনদ প্রদান করবে। শিক্ষার্থী ও নাগরিকরা ডিজিটাল মাধ্যমে তাদের শিক্ষাগত কাগজপত্র যাচাই করাতে পারবেন, ফলে দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না।

সরকারি তথ্য অনুযায়ী, এ উদ্যোগ কার্যকর হলে প্রতিবছর অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে। ডিজিটাল যাচাই ব্যবস্থায় জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি ম্যানুয়াল যাচাইয়ের জন্য যে অতিরিক্ত ফি ও শ্রম ব্যয় হতো, তাও কমে যাবে।

কেন গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ

বিদেশে পড়াশোনা, চাকরি ও অভিবাসনের জন্য ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া হবে সহজ ও দ্রুত।

শিক্ষার্থীদের সময় বাঁচবে, খরচ কমবে এবং মানসিক চাপ হ্রাস পাবে।

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সহজ হবে।

জালিয়াতি রোধের মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।


তরুণদের স্বপ্নপূরণে সহায়ক

বিশেষজ্ঞরা বলছেন, এ পদক্ষেপ তরুণদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। ব্যয়বহুল ও জটিল কাগজপত্র প্রক্রিয়ার বাধা দূর হওয়ায় তারা সহজে বৈশ্বিক সুযোগ গ্রহণ করতে পারবে।

 সরকারের এই ডিজিটাল সনদ যাচাই ও অ্যাপোস্টিল সেবা শুধু অর্থনৈতিক সাশ্রয়ই নয়, বরং নতুন প্রজন্মের স্বপ্নপূরণের পথে এক কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: