বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে মালয়েশিয়ার সাফ বার্তা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৬:২৩, ২৫ আগস্ট ২০২৫

ফাইল ছবি
মালয়েশিয়ায় পড়াশোনা করা প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদুল কাদির।
কী দাবি করা হয়েছিল?
সম্প্রতি মালয়েশিয়ার কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা এবং বিজ্ঞান-প্রযুক্তি কমিটির প্রধান হাইম হিলমান আবদুল্লাহ স্থানীয় পরিষদে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার সফরের সময় কেদাহ রাজ্যে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের অনুরোধ জানিয়েছিলেন। হিলমান আরও বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ইতিবাচক বিবেচনা করছেন।
মালয়েশিয়ার মন্ত্রীর বক্তব্য
শুক্রবার (২২ আগস্ট) এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময় বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান দেওয়ার বিষয়ে কোনো প্রস্তাব তোলা হয়নি, কোনো সমঝোতা স্মারক বা চুক্তিও হয়নি। আমি কখনও বলিনি যে এ বিষয়টি বিবেচনা করছি।”
ড. জাম্ব্রি আরও জানান, কর্মসংস্থান নীতি নির্ধারণ উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নয়, এটি মালয়েশিয়ার অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত। তাই ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ দেওয়ার পরিকল্পনার খবর সম্পূর্ণ গুজব।
টিকটক ও বিভ্রান্তি
মন্ত্রী অভিযোগ করেন, টিকটকে বাংলাদেশি কিছু মিডিয়ার তথ্যের বরাতে বিভ্রান্তিকর দাবি করেছেন হাইম হিলমান। এ প্রসঙ্গে তিনি বলেন, “একজন সাবেক উপাচার্য হিসেবে হিলমানের উচিত যাচাই করা তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া। ভুয়া তথ্য দিয়ে ভাইরাল কনটেন্ট তৈরির প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে।”
ড. জাম্ব্রি বলেন, একাডেমিক নীতিমালা সততা, যথার্থতা ও সত্যতার দাবি করে। তাই দায়িত্বশীল ব্যক্তিদের জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় আরও সতর্ক থাকা জরুরি। তিনি হিলমানকে সরাসরি সতর্ক করে বলেন, “অযথা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যেন কেউ জনগণের মধ্যে ভুল ধারণা না ছড়ান।”