বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ: ১৫:৫৫, ২৪ আগস্ট ২০২৫

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন–২০২৫ এ বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন পদত্যাগ করেছেন।
ড. আমজাদ হোসেন জানিয়েছেন, গত ২০ আগস্ট রাষ্ট্রপতি তাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। সেই নিয়োগ পাওয়ার দিনই তিনি রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগপত্র দেন। তবে বিশ্ববিদ্যালয় তখন বন্ধ থাকায় ও উপাচার্য বাইরে থাকায় পদত্যাগপত্রটি গ্রহণে বিলম্ব হয়। অবশেষে উপাচার্য তা গ্রহণ করেছেন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়ে প্রশ্ন করা হলে ড. আমজাদ হোসেন বলেন,“এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করবে। সম্ভবত বাকি নির্বাচন কমিশনারদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হবে।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন,“ড. আমজাদ হোসেনকে সরকারি আদেশে নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনি স্বয়ংক্রিয়ভাবে আর দায়িত্বে থাকবেন না। তবে নির্বাচনী কার্যক্রম থেমে থাকবে না। মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময়েই শুরু হবে। সিনিয়র সদস্যরা আপাতত দায়িত্ব পালন করছেন। আজকের মধ্যেই উপাচার্য কমিশনের সঙ্গে আলোচনা করে নতুন প্রধান নির্বাচন কমিশনার নির্ধারণ করবেন।”

বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে ড. এম আমজাদ হোসেনকে সরকারি কর্মকমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ফলে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিদায় নিয়ে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন।

রাকসুর নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়লেও এখন প্রশাসনিক দিক থেকে নেতৃত্ব পরিবর্তনের কারণে সাময়িক অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী, নির্বাচন প্রস্তুতি ও কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে যাবে।

এই পরিবর্তনের ফলে রাকসুর নির্বাচনী পরিবেশে কতটা প্রভাব পড়বে—এখন তা নিয়েই শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: