বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির বৃত্তি: মাসে ২৩০০ ডলার ভাতা

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১৩:০১, ২১ আগস্ট ২০২৫

কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির বৃত্তি: মাসে ২৩০০ ডলার ভাতা

উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে কানাডা বিশ্বের শিক্ষার্থীদের কাছে বরাবরই আকর্ষণীয়। এবার সুযোগ এসেছে মর্যাদাপূর্ণ ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ-এর আওতায় কানাডার খ্যাতনামা ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার। এই বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ করে দেবে।


 বৃত্তির সুবিধাসমূহ

সম্পূর্ণ টিউশন ফি বহন করবে বিশ্ববিদ্যালয়।

প্রতি মাসে ২,৩০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২.৭ লাখ) জীবনযাত্রার খরচ হিসেবে দেওয়া হবে।

আবাসন খরচ মিলবে।

মন্ট্রিয়লে যাওয়ার জন্য এককালীন স্থানান্তর অনুদান দেওয়া হবে।

নতুনদের জন্য ফ্রেঞ্চ ভাষা শেখার কোর্স করানো হবে।

অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে মেন্টরশিপ পাওয়া যাবে, যা একাডেমিক ও ক্যারিয়ার গঠনে বড় সহায়ক হবে।

আবেদনের যোগ্যতা

অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ভালো একাডেমিক ফলাফল আবশ্যক।
আবেদনকালে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন:
 mccallmacbainscholars.org

 শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫

ম্যাকগিল ইউনিভার্সিটি শুধু কানাডার নয়, বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। ১৮২১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রতি বছর হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে আসছে। এ বৃত্তি তরুণদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার এক অনন্য সুযোগ।
আপনি চাইলে আমি এর জন্য ফেসবুক পোস্ট ক্যাপশন ও টুইটার পোস্ট টেমপ্লেটও সাজিয়ে দিতে পারি, যাতে সমাজকালের সোশ্যাল মিডিয়ায় এই খবর সহজে ছড়িয়ে দেওয়া যায়। চাইবেন কি?

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: