বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

সমাজকাল

প্রকাশ: ১৯:২৩, ২২ মে ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

সমাজকাল প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে নারী কোটার বিধান বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এন্ট্রি লেভেলের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশে নারী কোটা আর থাকছে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের গত ১৫ মে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে: “বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা থাকবে না।” তবে শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগে পূর্ববর্তী নীতিমালা অপরিবর্তিত থাকছে। ২০২১ সালের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’-এর পরিশিষ্ট-ঘ অংশের (ক)-এ “সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)” এবং (খ)-এ “শরীরচর্চা শিক্ষক” পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী আগের মতোই বহাল থাকবে। প্রেক্ষাপট: এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষক সমাজ, নারী অধিকার কর্মী ও শিক্ষাবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, এটি নারী অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, আবার কেউ কেউ মনে করছেন, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে গুণগত শিক্ষা নিশ্চিত হবে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নারীদের জন্য বিশেষ সুবিধা আর থাকছে না, যা দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: