মানব পাচারের অভিযোগ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে আব্দুল আলী আটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২:৪৭, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:১৮, ১৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারে অভিযুক্ত চক্রের আব্দুল আলীকে (৫০) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরপর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্ট ও স্টেশন টেকনাফের একটি যৌথ দল জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
একাধিক মামলার পলাতক আসামি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল আলীর নেতৃত্বে একটি অসাধু চক্র রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করত।
এসব পাচারের ক্ষেত্রে চক্রটি অর্থের বিনিময়ে কাজ করত এবং বেশ কয়েকটি পরিবার তাদের হাতে চরম ক্ষতির শিকার হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।