‘মাদক কারবারি’ মনির বিজিবির অভিযানে আটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২:৫১, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪০, ৮ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ও 'ইয়াবা গডফাদার' বলে পরিচিত মনির হোসেন ওরফে মনিরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটক মনির হোসেন (৩৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার জব্বর মুল্লুকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মনির ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির জন্য রহমতের বিল এলাকায় অবস্থান করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ দল কৌশলে সেখানে অবস্থান নেয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলেও তাকে হাতেনাতে আটক করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে সরাসরি জড়িত। শুধু তাই নয়, তিনি উখিয়ার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলারও প্রধান আসামি। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত বছরে নভেম্বরে ৯ হাজার ৬০০ ইয়াবা পাচারের এক মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। এর আগে তিনি বেশ কয়েকটি মামলায় জামিনে ছিলেন।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “আমরা শুধু মাঠপর্যায়ের বহনকারীদের নয়, বরং মাদক নেটওয়ার্কের মূল হোতা ও গডফাদারদের ধরতেও প্রতিজ্ঞাবদ্ধ। মনির হোসেন তাদেরই একজন, যিনি পর্দার আড়ালে থেকে ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করতেন। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র জানিয়েছে, আটক মনির হোসেনকে আইনানুগ প্রক্রিয়ায় উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।