শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ডিবি পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ১ জন গ্রেফতার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৩, ২ অক্টোবর ২০২৫

ডিবি পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ১ জন গ্রেফতার

কক্সবাজারের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে একটি বড় সাফল্য অর্জন করেছে। কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এন্ডারসন রোড সংলগ্ন কস্তুরাঘাট এলাকায় বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারকৃত ব্যক্তি রমজান আলী (২৯), যিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাজমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালামের ছেলে। পুলিশের ভাষ্যমতে, তার বিরুদ্ধে আগে থেকেই মাদক চোরাচালান ও ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে।


গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ দল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে। অভিযানে রমজান আলীর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।


অভিযান শেষে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, “মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে, যাতে মাদক ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালাতে না পারে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, তারা মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।

মাদক ব্যবসায়ীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসন আশা করছে, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কক্সবাজারসহ সমগ্র দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে।
 

আরও পড়ুন