বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বিপুল পরিমান মাদকসহ আটক ৫

সমাজকাল

প্রকাশ: ১৩:৩৪, ১৯ অক্টোবর ২০২২

বিপুল পরিমান মাদকসহ আটক ৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মিঠাখালী এলাকার একটি বাড়ি থেকে ক্রিস্টাল আইস, ইয়াবা ও গাঁজার একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণ। গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে মাদকের চালানটি জব্দ করা হয়। আটককৃতরা হলো মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী এলাকার রতন হাওলাদার, তার স্ত্রী নূরজাহান বেগম, ছেলে আবুল বাশার, মেয়ে আসমা আক্তার, তাদের সহযোগী উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাহবুব হাওলাদার। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি,মাদকের একটি চালান নিয়ে আসমা আক্তার মঠবাড়িয়া মাদকের মঠবাড়িয়ায় আসছে। এ সময় আধুনকি প্রযুক্তি ব্যবহার করে দেখা যায়,আসমা বরগুনায় অবস্থান করছে আটক আসামিরা মাদক নিয়ে মঠবাড়য়িা পৌরসভার দক্ষিণ বন্দর স্লুইস গেটে এলাকায় রতন হাওলাদারের বাড়িতে পৌঁছানোর পর ওই বাড়িতে অভযিান চালায় পুলশি। সন্ধ্যা থেকে রাত আটটা র্পযন্ত অভযিান চালিয়ে ১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২ হাজার ৫০০টি ইয়াবা বড়ি ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিমাপের ইলকেট্রকি নিক্তি ও নগদ ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক পরবিাররে সদস্যরা প্রত্যেকে মাদক ব্যবসার সঙ্গে জড়তি। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নয়িন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রয়িাধীন আছ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: