সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্র যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৪, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৪৭, ১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী ১৮ অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সমাজকালকে বলেন, “আমির সাহেবের সফরসূচি ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। সৌদি আরব হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন এবং ১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের মক্কায় ওমরাহ সম্পন্ন করে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। সেখানে তিনি নিউ ইয়র্ক ও মিশিগান অঙ্গরাজ্যে অবস্থান করবেন এবং বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন আয়োজিত কর্মসূচিতে যোগ দেবেন।

তবে এসব কর্মসূচি জামায়াতের সরাসরি ব্যানারে নয়; বিভিন্ন প্রবাসী সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে শোনা যাচ্ছিল, তিনি ২৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে কানাডা সফরে যাবেন। এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও প্রকাশ পেয়েছিল। তবে দলীয় সূত্র জানায়, আপাতত কানাডা সফর স্থগিত রাখা হয়েছে, এবং তার পরিবর্তে যুক্তরাষ্ট্র সফরই এখন কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি হয়। দীর্ঘ ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বসুন্ধরার বাসায় বিশ্রাম নেন। সম্প্রতি তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এর আগে চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সফর করেছেন জামায়াতের এই আমির। অসুস্থতার পর এটি তার প্রথম বিদেশ সফর।

দলীয় মহলে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে জামায়াতের সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার করার চেষ্টা করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা