বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্র যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৪, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৪৭, ১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী ১৮ অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সমাজকালকে বলেন, “আমির সাহেবের সফরসূচি ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। সৌদি আরব হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন এবং ১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের মক্কায় ওমরাহ সম্পন্ন করে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। সেখানে তিনি নিউ ইয়র্ক ও মিশিগান অঙ্গরাজ্যে অবস্থান করবেন এবং বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন আয়োজিত কর্মসূচিতে যোগ দেবেন।

তবে এসব কর্মসূচি জামায়াতের সরাসরি ব্যানারে নয়; বিভিন্ন প্রবাসী সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে শোনা যাচ্ছিল, তিনি ২৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে কানাডা সফরে যাবেন। এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও প্রকাশ পেয়েছিল। তবে দলীয় সূত্র জানায়, আপাতত কানাডা সফর স্থগিত রাখা হয়েছে, এবং তার পরিবর্তে যুক্তরাষ্ট্র সফরই এখন কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি হয়। দীর্ঘ ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বসুন্ধরার বাসায় বিশ্রাম নেন। সম্প্রতি তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এর আগে চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সফর করেছেন জামায়াতের এই আমির। অসুস্থতার পর এটি তার প্রথম বিদেশ সফর।

দলীয় মহলে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে জামায়াতের সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার করার চেষ্টা করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু