সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৩, ২৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:৪২, ২৫ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, সংস্কার ছাড়া তাদের দল জাতীয় নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেছেন, “গত এক বছর ধরে আমরা নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। এ দাবি পূরণ না হলে জনগণ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করবে। তাই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা আগে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই।”
রবিবার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪ এর গণঅভ্যুত্থান বীরত্ব গাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ অবস্থান তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।
নাহিদ ইসলাম বলেন, “অভ্যুত্থানের স্মৃতি ও আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে। অভ্যুত্থানের অংশীজনদের বিরুদ্ধে নানা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু জনগণ নতুন বাংলাদেশ গঠন ও সংবিধান প্রণয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের প্রত্যাখ্যান করবে।”
তিনি আরও বলেন, “আমরা কখনও নির্বাচনের তারিখ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। শুধু বলেছি, সংস্কার এবং গণহত্যার বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই। তবে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”
এনসিপি আহ্বায়ক জোর দিয়ে বলেন, জনগণের কাছে তারা স্পষ্টভাবে বলতে চান যে জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন আনা হয়েছে। “জনগণের জন্য দৃশ্যমান পরিবর্তন আনতে পারলেই আমরা নির্বাচনে যাবো,” মন্তব্য করেন তিনি।
এনসিপির এই অবস্থান স্পষ্ট করছে যে জুলাই-পরবর্তী বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিই হবে আসন্ন রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু।