রুমিন ফারহানা বললেন
১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই ধাক্কা দেয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৮, ২৪ আগস্ট ২০২৫

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আইনজীবী রুমিন ফারহানা দলীয় অভ্যন্তরীণ আচরণের সমালোচনা করেছেন। তিনি বলেন, “১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।”
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নিজের পক্ষে মামলা উপস্থাপনের প্রসঙ্গে রুমিন জানান, “আমি একজন আইনজীবী। আমি মনে করেছি আমার কেস নিজেই প্রেজেন্ট করব। আশা করেছিলাম, নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে কেউ গুণ্ডামি করবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, সেখানে সদলবলে ২০–২৫ জন এসে কমিশনের ভাবমূর্তির সঙ্গে অসঙ্গত আচরণ করেছেন।”
তিনি অভিযোগ করেন, প্রার্থীদের একজন নির্বাচন কমিশন প্রাঙ্গণে তার কর্মীদের নিয়ে ‘গুন্ডা-পান্ডার মতো’ আচরণ করেছেন। রুমিনের ভাষ্য, এতে কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং এ ধরনের আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির জন্যও অশুভ সংকেত।
এনসিপি নেতা আতাউল্লাহকে মারধরের ঘটনার প্রসঙ্গে তিনি আরও বলেন, “তিনি যেহেতু খুব পরিচিত মুখ নন, এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে জানি না। তবে তিনিই প্রথম আমাকে ধাক্কা দেন। আমি একজন নারী, তাই আমার লোকজন নিশ্চুপ বসে থাকতে পারেনি।”
বিশ্লেষণ
রুমিন ফারহানার এই বক্তব্যকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিএনপির মুখপাত্রের ভূমিকায় সক্রিয় থাকা এই আইনজীবীর অভিযোগ দলীয় ঐক্যের ভেতরকার টানাপোড়েনকে নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার প্রেক্ষাপটে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি এবং প্রার্থীদের পারস্পরিক দ্বন্দ্ব আরো প্রকট হয়ে উঠছে।
এটি শুধু ব্যক্তিগত অভিমান নয়, বরং রাজনৈতিক আচরণ ও দলীয় শৃঙ্খলার প্রশ্নও তুলে ধরছে।