লন্ডনে প্রধান উপদেষ্টার সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:০৩, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:৪৭, ১৭ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা “লন্ডনে সিজদা দিয়ে” ফেব্রুয়ারির নির্বাচনের নির্দেশনা বা ওহি এনেছেন। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে “জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গণপরিষদ নির্বাচনের দাবি
সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্টভাবে বলেন, দেশে যদি নির্বাচন আয়োজন করতে হয়, তবে সেটি গণপরিষদ নির্বাচন দিয়েই শুরু করা উচিত। তার মতে, এনসিপি একটি নতুন সংবিধানের দাবি নিয়ে মাঠে নেমেছে এবং জনগণের অংশগ্রহণ ছাড়া জুলাই ঘোষণাপত্রের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হওয়া সম্ভব নয়।
জনগণের স্বার্থে সংগ্রামের বার্তা
এনসিপি নেতা আরও দাবি করেন, দলের অনেক নেতারই মন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে। তবুও তারা ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ রাজনৈতিক সংস্কার চায়। এ কারণেই দলটি নতুন সংবিধান প্রণয়নের লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ।
দুর্নীতি প্রমাণিত হলে সরে দাঁড়ানোর ঘোষণা
আলোচনা সভায় তিনি নিজস্ব অবস্থান স্পষ্ট করে বলেন, যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তিনি আর কখনো জনসম্মুখে আসবেন না। একইসঙ্গে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, রাজনীতি কেবল দল বা ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনগণের সঙ্গে সংহতি গড়ে তোলার বিষয়।
সমালোচনা ও বিতর্ক
প্রধান উপদেষ্টার লন্ডন সফর ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ এ বিতর্ককে আরও তীব্র করেছে। এর আগে বিএনপি ও অন্যান্য দলও দাবি করেছে যে, বিদেশ সফরে গিয়ে প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছেন।
এনসিপির বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে গণপরিষদ নির্বাচনের দাবি আগামী দিনগুলোতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। অন্যদিকে, প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে বিরোধী নেতাদের ক্রমাগত সমালোচনা নির্বাচনী প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।