বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৭, ১৬ আগস্ট ২০২৫

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের বক্তব্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রকাশ করছেন, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শক্তি নন। তাঁর মতে, এই ধরনের বক্তব্যের মাধ্যমে আসলে নির্বাচন বিলম্বিত করা, বানচাল করা কিংবা না হওয়ার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য লড়াই করছে এবং ভোটাধিকার প্রয়োগের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন প্রসঙ্গেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাই এখন মূল লক্ষ্য।”

বিএনপির এই শীর্ষ নেতা দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের আলোর দিশারি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, খালেদা জিয়া জীবনের নানা চড়াই-উতরাই অতিক্রম করেও এখনও গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন এবং মানুষের আশা-ভরসার প্রতীক হয়ে আছেন।
গণতন্ত্রকে বিনির্মাণ করতে হলে জাতীয় ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এখন সেটিকে শক্তিতে রূপান্তরিত করতে হবে।

মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ ছাড়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির এই বক্তব্য মূলত নির্বাচনের আগে জনগণকে ঐক্যবদ্ধ রাখার বার্তা বহন করছে। গণতন্ত্র রক্ষার প্রশ্নে খালেদা জিয়ার প্রতীকী অবস্থানকে সামনে রেখে বিএনপি আবারও তাদের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে চাইছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: