বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান হচ্ছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:২১, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:১০, ২৪ আগস্ট ২০২৫

অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান হচ্ছে : তারেক রহমান

অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান হচ্ছে : তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমি আজ থেকে আট-নয় মাস আগে বলেছিলাম, অদৃশ্য শত্রু আছে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন—সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।” শনিবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ছাত্রদলের শহীদ পরিবার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে’ নিহত ছাত্রদল নেতাকর্মীদের ১৪২ পরিবারের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় এক শহীদ বাবার প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, “দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। বিজয় অর্জন করলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশে, ভিন্ন কৌশলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করা হয়েছে। যারা মানুষের অধিকার রক্ষা না করে বরং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারাই এই অদৃশ্য শত্রু।” তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলেছি—অন্যায়কারী যে-ই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ এই দায়িত্ব পালনে সরকার বারবার ব্যর্থ হয়েছে। আজ এক শহীদ বাবার যে প্রশ্ন, সেই প্রশ্নই আমরাও করছি সরকারের কাছে।” শহীদদের বিচার প্রসঙ্গে তারেক রহমান জানান, “গত ১৫-১৬ বছরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন। শুধু বিএনপি নয়, অন্যান্য দল ও নিরপেক্ষ অনেক মানুষও শহীদ হয়েছেন। যদি ভবিষ্যতে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে, তবে এসব শহীদের সুষ্ঠু বিচার নিশ্চিতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে।” অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: