গোলামির শৃঙ্খল ভেঙে সম্মানের রাষ্ট্র গড়ার ঘোষণা নাহিদ ইসলামের
সমাজকাল
প্রকাশ: ২০:২৬, ৮ জুলাই ২০২৫

গোলামির শৃঙ্খল ভেঙে সম্মানের রাষ্ট্র গড়ার ঘোষণা নাহিদ ইসলামের। "আমরা আর গোলাম নই, আজ আমাদের স্বাধীন স্বপ্ন দেখার দিন"— কুষ্টিয়ায় এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম।
কুষ্টিয়া প্রতিনিধি
ভারতের আধিপত্য থেকে মুক্তির কথা তুলে ধরে নতুন রাষ্ট্রচিন্তার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, "আমরা স্পষ্টভাবে বলেছি— গোলামি নয়, আজাদি চাই। ভারতের গোলামি থেকে আমরা বেরিয়ে এসেছি। এবার আমাদের নিজের মতো করে রাষ্ট্র গড়তে হবে, গড়তে হবে সম্মানের বাংলাদেশ।"
মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে পদযাত্রা শেষে পাঁচ রাস্তার মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ইয়ামিনকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, "কুষ্টিয়ার মাটি শহীদদের রক্তে রঞ্জিত। এখানেই শায়িত আমাদের ভাই আবরার ফাহাদ— যাকে দেশের পক্ষে কথা বলার অপরাধে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ হত্যা করেছিল। আমরা সেই শহীদের উত্তরসূরি। তাঁর পথেই আমরা হাঁটছি।"
তিনি আরও বলেন, "শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত— তাদের স্বপ্ন ছিল একটি আধিপত্যমুক্ত বাংলাদেশ। সেই স্বপ্নই আমরা ধারণ করি। আজ যারা আবারও আধিপত্যবাদের দাস হতে চায়, তাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলবে এনসিপি।"
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ— উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারা।
সমাবেশ শেষে জুলাই পদযাত্রা মেহেরপুরের উদ্দেশে রওনা হয়। এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন শহীদের বাবা-মাও।