বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

নির্বাচনে সুযোগ পেলে আ.লীগ ১৫ শতাংশ ভোট পেতে পারে : সানেমের জরিপ

সমাজকাল

প্রকাশ: ১৮:১৬, ৭ জুলাই ২০২৫

নির্বাচনে সুযোগ পেলে আ.লীগ ১৫ শতাংশ ভোট পেতে পারে : সানেমের জরিপ

সমাজকাল ডেস্ক নির্বাচনে সুযোগ পেলে আ.লীগ ১৫ শতাংশ ভোট পেতে পারে : সানেমের জরিপে, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনমিক মডেলিং (সানেম)-এর সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে বাংলাদেশ আওয়ামী লীগ ১৫.০২ শতাংশ ভোট পেতে পারে। এই জরিপে দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মতামত তুলে ধরা হয়েছে, যা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করছে। জরিপটি পরিচালিত হয়েছে দেশের আটটি বিভাগের ১৬টি জেলার ৩২টি উপজেলার তরুণ জনগোষ্ঠীর ওপর। এতে অংশগ্রহণ করেছেন দুই হাজার তরুণ-তরুণী। তাদের রাজনৈতিক পছন্দ, ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে ভাবনা এবং ধর্মভিত্তিক রাজনীতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল। সানেম-এর মতে, বর্তমান রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি তরুণদের এই আস্থা দলটির দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা, সাংগঠনিক ভিত্তি এবং একাংশের মধ্যে টিকে থাকা গ্রহণযোগ্যতার প্রতিফলন হতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপট ২০২৪ সালের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অস্থিরতা ও গণবিক্ষোভের প্রেক্ষিতে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারায়। এরপর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা বর্তমানে নির্বাচন, সংবিধান সংস্কার ও জাতীয় স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার কাজে নিয়োজিত। ২০২৫ সালের ১০ মে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল রাজনৈতিক কর্মকাণ্ড (অনলাইন ও অফলাইন) নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলাকালীন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয়। তরুণদের ভোটপ্রবণতা ও অন্যান্য দল জরিপে দেখা গেছে, তরুণ ভোটারদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন সবচেয়ে বেশি। পুরুষ ভোটারদের ৪০ শতাংশ এবং নারী ভোটারদের ৩৭.০৩ শতাংশ বিএনপিকে ভোট দিতে আগ্রহী। এছাড়া জামায়াতে ইসলামি ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিও যথাক্রমে ২০-২২ শতাংশ এবং ১৪-১৭ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। বিশ্লেষণ ও তাৎপর্য বিশেষজ্ঞদের মতে, এই জরিপ দেশের তরুণদের রাজনৈতিক বোধ ও মনোভাবের প্রতিফলন। নতুন রাজনৈতিক শক্তির উত্থান যেমন স্পষ্ট, তেমনি পুরনো রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আস্থারও একটি অংশ এখনো বজায় রয়েছে। আওয়ামী লীগের প্রতি তরুণদের একাংশের অব্যাহত সমর্থন দলটির ভবিষ্যতে পুনরায় সংগঠিত হওয়ার সম্ভাবনার দিকটি সামনে এনে দিয়েছে। এটি প্রমাণ করে, বর্তমান তরুণ প্রজন্ম কেবল নতুন নেতৃত্বের খোঁজে নয়, বরং রাজনৈতিক ইতিহাস, সংগঠন এবং অভিজ্ঞতাকেও গুরুত্ব দিচ্ছে। এমন এক সময় যখন দেশে রাজনৈতিক সংস্কার ও নেতৃত্ব পরিবর্তনের বড়সড় প্রক্রিয়া চলছে, তখন এই জরিপ ভবিষ্যতের নির্বাচনি ধারাকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি দিকচিহ্ন হতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: