বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত, আ.লীগ চতুর্থ স্থানে

সমাজকাল

প্রকাশ: ১৮:১৪, ৭ জুলাই ২০২৫

এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত, আ.লীগ চতুর্থ স্থানে

নিজস্ব প্রতিবেদক এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত, আ.লীগ চতুর্থ স্থানে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের তরুণ ভোটারদের রাজনৈতিক পছন্দ ও সম্ভাব্য ভোটাভ্যাস নিয়ে এক জরিপ পরিচালনা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। জরিপের ফলাফলে উঠে এসেছে, দেশের তরুণদের মধ্যে বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয়, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে চতুর্থ স্থানে। জরিপ অনুযায়ী, তরুণদের ৩৮.৭৬ শতাংশ মনে করেন—আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হতে পারে। ২১.৪৫ শতাংশ তরুণের পছন্দ জামায়াতে ইসলামী, আর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতি সমর্থন জানিয়েছেন ১৫.৮৪ শতাংশ অংশগ্রহণকারী। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে তারা ১৫.০২ শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণরা। ধর্মভিত্তিক অন্যান্য দলগুলো সম্মিলিতভাবে ৪.৫৯ শতাংশ ভোট পেতে পারে, জাতীয় পার্টি ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো মিলে পাবে মাত্র ০.৫৭ শতাংশ ভোট। সানেম জানায়, জরিপটি পরিচালিত হয়েছে দেশের আটটি বিভাগের বাছাইকৃত ১৬টি জেলার ৩২টি উপজেলায়। এতে অংশ নিয়েছেন ২ হাজার তরুণ-তরুণী, যাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪০ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে এবং ৬০ শতাংশ এসএসসি বা তার উপরে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, পুরুষদের মধ্যে ৪০ শতাংশ বিএনপি, ২২.২১ শতাংশ জামায়াত ও ১৪.৪৪ শতাংশ এনসিপিকে সমর্থন করছেন। অন্যদিকে, নারীদের মধ্যে ৩৭.০৩ শতাংশ বিএনপি, ২০.৫৭ শতাংশ জামায়াত ও ১৭.৪৭ শতাংশ এনসিপিকে সমর্থন করছেন। শহর ও গ্রামের তরুণদের মধ্যে সমান প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল জরিপে। গ্রামীণ তরুণদের মধ্যে ৩৭.৭২ শতাংশ বিএনপি, ২১.২৫ শতাংশ জামায়াত ও ১৫.৩৮ শতাংশ এনসিপিকে সমর্থন করেছেন। শহুরে তরুণদের মধ্যে বিএনপি পেয়েছে ৩৯.৭৭ শতাংশ, জামায়াত ২১.৬৬ শতাংশ ও এনসিপি ১৬.২৮ শতাংশ সমর্থন। আওয়ামী লীগের প্রতি গ্রামীণ তরুণদের সমর্থন ১৬.৬২ শতাংশ এবং শহরের তরুণদের মধ্যে এই হার ১৩.৪৬ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, সানেমের এই জরিপ তরুণ প্রজন্মের রাজনৈতিক প্রবণতা ও ভাবনার একটি সময়োপযোগী প্রতিফলন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: