ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে ফিরবে
সমাজকাল
প্রকাশ: ১২:৪৪, ৭ জুলাই ২০২৫
ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে ফিরবে, মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচনই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
সিলেট প্রতিনিধি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমেই দেশ ‘সঠিক পথে’ ফিরবে। সোমবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচনই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। দীর্ঘ ১৫ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে।”
তিনি বলেন, “২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সেই আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের আত্মত্যাগের প্রতিফলন।”
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছে, তা নির্বাচনের মাধ্যমেই পূর্ণতা পাবে। আমরা বিশ্বাস করি, এবার দেশ আবার রাইট ট্র্যাকে (সঠিক পথে) উঠবে।”
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল।