বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ফেনীতে জামায়াত আমিরের হুঁশিয়ারি: ‘ফ্যাসিস্ট আদলে আর কোনো নির্বাচন হতে দেব না’

সমাজকাল

প্রকাশ: ২১:২৬, ৫ জুলাই ২০২৫

ফেনীতে জামায়াত আমিরের হুঁশিয়ারি: ‘ফ্যাসিস্ট আদলে আর কোনো নির্বাচন হতে দেব না’

ফেনীতে জামায়াত আমিরের হুঁশিয়ারি: ‘ফ্যাসিস্ট আদলে আর কোনো নির্বাচন হতে দেব না’। দেশে ফ্যাসিস্ট আমলের মত কোনো নির্বাচন হতে দেব না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার ফেনী শহরে এক সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

 ফেনী প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিস্ট আমলের আদলে দেশে কোনো নির্বাচন হতে দেব না।” তিনি বলেন, “আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু থাকবে, ততক্ষণ আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

ডা. শফিক বলেন, “সুষ্ঠু নির্বাচনই অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ। সেই নির্বাচনের আগে মৌলিক সংস্কার অপরিহার্য। নির্বাচন কমিশনকে সংস্কার না করে আবার ভোট আয়োজন মানেই গণতন্ত্রের নামে গণহত্যা।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার কথিত উন্নয়নের নামে রাষ্ট্রীয় অর্থ পাচার করেছে। “তারা ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, রূপপুরে ৭২ হাজার টাকার বালিশ দেখিয়েছে। আর বিরোধী দলীয় নেতাকর্মীদের একে একে হত্যা করে, রিমোট কন্ট্রোলে রায় দিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে,” — বলেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর দেশে যখন কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না, তখন আমরা ২৪ ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছিলাম। ২৩২টি থানায় আমরা কার্যক্রম পরিচালনা করে পুলিশের পাশে দাঁড়িয়েছিলাম। তাই পুলিশকে বলব— কোনো রাজনৈতিক দলের বাহিনী না হয়ে জনগণের বাহিনী হোন।”

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে শহীদদের স্মরণ করে বলেন, “আমাদের সন্তানেরা তাদের রক্ত দিয়ে যে স্বপ্নের রাষ্ট্র চেয়েছিল, সেই রাষ্ট্র গড়তে আমরা বদ্ধপরিকর। যারা তাদের আত্মত্যাগকে তামাশা করতে চায়, তাদের আমরা আর সুযোগ দেব না।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম মাসুম।

এর আগে দুপুরে একই স্থানে অনুষ্ঠিত রুকন সম্মেলনেও জামায়াতের আমির বক্তব্য দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: