টেকনাফে গুলি চালিয়ে এনজিও সংস্থার শ্রমিককে অপহরণ
শহিদুল ইসলাম উখিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৯, ২১ নভেম্বর ২০২৫
অপহৃত নুরুল ইসলাম, ছেলে কামাল হোসেন ও মেয়ে। ছবি :সমাজকাল।
কক্সবাজারের টেকনাফে বসতঘরে গুলি চালিয়ে দরজা ভেঙে নুরুল ইসলাম নামে এনজিও সংস্থার এক শ্রমিককে অপহরণ করেছে ডাকাতদল। সেই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯ টার দিকে টেকনাফের হ্নীলা পশ্চিম লেদায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন অপহৃত নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন।

তিনি জানান, “বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আমরা পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ করে পাহাড়ের দিক থেকে ২০–৩০ জনের একটি সশস্ত্র ডাকাতদল আমাদের বাড়ির সামনে এসে ঘেরাও করে। তারা প্রথমে বসতঘরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু দরজা শক্ত থাকায় ভেতরে ঢুকতে না পেরে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।”
কোমাল হোসেন আরও বলেন, গুলির পরে বড় হাতুড়ি দিয়ে দরজা ভেঙে তারা ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঢোকার পর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আলমারি তছনছ করে নগদ এক লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর আমার বাবা নুরুল ইসলামকে টেনেহিঁচড়ে মারধর করতে করতে নিয়ে যায়। তাদের বাড়িতে প্রবেশের সময় থেকে অপহরণ করে নেওয়ার মুহূর্ত পর্যন্ত প্রায় ৫০ রাউন্ড গুলিবর্ষণ করা হয়।”
তিনি আরও জানান, আমাদের বাড়ির পাশেই এপিবিএন পুলিশ ক্যাম্প। সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করলে ভয় পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ক্যাম্পে খবর দিই। কিন্তু তাৎক্ষণিক কোনো সহযোগিতা পাইনি। লাগাতার গুলির শব্দে আশপাশের কেউও এগিয়ে আসতে পারেনি। ডাকাতদল ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করেছে ও লুটপাট চালিয়েছে। এখনো পর্যন্ত বাবাকে কোথায় নিয়ে গেছে বা তার অবস্থা কী,তা কেউ জানে না। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আমার আব্বা এনজিও সংস্থার একজন শ্রমিক।
