ময়মনসিংহে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৯, ১২ নভেম্বর ২০২৫
ময়মনসিংহের হালুয়াঘাটে নৃশংস হত্যাকাণ্ডে এক বাবা ও তার মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোররাতে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে নিজ ঘর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে চিৎকার শুনে ছুটে আসে। পরে দেখা যায়, ঘরের মেঝেতে পড়ে আছে বাবার রক্তাক্ত দেহ এবং খাটের ওপর রয়েছে মেয়ের গলাকাটা মরদেহ। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম সমাজকালকে জানান, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি চলছে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, নিহত বাবা-মেয়ে সদ্য এই এলাকায় বসবাস শুরু করেছিলেন। রাতে ঘরে কে বা কারা প্রবেশ করে এমন বর্বর হত্যাকাণ্ড ঘটাল, তা নিয়ে চলছে নানা জল্পনা।
