অগ্নিকাণ্ডে নিহত মুহাম্মদ আলীর জানাজা সম্পন্ন
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৩:২০, ১১ নভেম্বর ২০২৫
অগ্নিকাণ্ডে নিহত মুহাম্মদ আলীর নামাজে জানাজা সম্পন্ন , ছবি : সমাজকাল
কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মুহাম্মদ আলীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজাটি অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন উখিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দীন। এতে উখিয়া-টেকনাফের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশ নেন।
জানাজার আগে বক্তব্য দেন উখিয়া ব্যবসায়ী নেতা আহমদ কবির, একরামুল হক, নুর মোহাম্মদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, মরহুমের সন্তান রাকিব মুহাম্মদ ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
মৃত্যুকালে মুহাম্মদ আলী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাকে উখিয়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
