সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

সীমান্ত জনপদের নিরাপত্তা ও উন্নয়নে ‘দাঁড়িপাল্লার বিজয়ের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৯, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:২৯, ৯ নভেম্বর ২০২৫

সীমান্ত জনপদের নিরাপত্তা ও উন্নয়নে ‘দাঁড়িপাল্লার বিজয়ের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

উখিযায় জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ শাহজাহান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মিয়ানমার সীমান্তবর্তী উখিয়া–টেকনাফ একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জনপদ। রোহিঙ্গা আশ্রয়স্থল হিসেবে এই অঞ্চল বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই জনপদে নিরাপত্তা, উন্নয়ন ও সামাজিক সুবিচার অবহেলিত। সীমান্ত অঞ্চলের জনগণের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের বিকল্প নেই।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত উখিয়া-টেকনাফ ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি ও আসন পরিচালক জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি—যে বাংলাদেশে ফ্যাসিবাদ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা নৈরাজ্যের কোনো স্থান নেই। এই বাংলাদেশ হবে সাম্য, শান্তি ও মানবিকতার দেশ।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ক্ষমতায়নের জন্য আমরা ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি চেয়েছি। যদি সরকার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়ার কথাও বলেছি। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ নতুন কাঠামোতে ফিরবে, আর ‘না’ ভোট দিলে আমরা তা মেনে নেব। তবে পুরনো ব্যবস্থায় আর ফিরে যাওয়া সম্ভব নয়।

প্রধান বক্তা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী বলেন, আমরা উখিয়া–টেকনাফের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে চাই। সীমান্ত জনপদের নিরাপত্তা, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, উখিয়া–টেকনাফ জনপদ দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। এই জনপদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক সরকার প্রয়োজন। আর সে জন্যই দাঁড়িপাল্লা মার্কার বিজয় অত্যন্ত জরুরি।

সম্মেলনের সঞ্চালনা করেন উখিয়া উপজেলা নায়েবে আমির ও আসন সচিব মাওলানা নূরুল হক।

বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী ও ভোটকেন্দ্র প্রতিনিধিরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা