সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৫, ৬ নভেম্বর ২০২৫

৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৮৮ জেলে ও ৩০টি নৌকা আরাকান আর্মি আটক করে পরে মুক্তি দিয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় ফের উদ্বেগ দেখা দিয়েছে।

অপহৃত জেলেরা হলেন— মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দীর্ঘদিন ধরে এসব রোহিঙ্গা বাংলাদেশি জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতেন। কেউ কেউ ক্যাম্প থেকে গোপনে বের হয়ে শ্রমিক হিসেবেও কাজ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন,“টেকনাফের বাসিন্দা আবদুল মতলবের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে নাফ নদে মাছ ধরতে যান ওই ছয় রোহিঙ্গা নাগরিক। মাছ ধরে ফেরার পথে সন্ধ্যায় শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। তখনই আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,“একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তারা কীভাবে ক্যাম্প থেকে বের হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় জেলেদের অভিযোগ, নাফ নদীতে নিয়মিতই মিয়ানমারের দিক থেকে অস্ত্রধারীরা এসে মাছ ধরার ট্রলারে হানা দেয়। মাঝে মাঝেই তারা জেলে অপহরণ, জিম্মি ও মুক্তিপণ আদায় করে।

তারা প্রশাসনের কাছে সীমান্তে নৌ-টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা