বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সেফ এক্সিটের চিন্তা করছেন: সারজিস

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশ: ২০:৩৩, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১৬, ৬ অক্টোবর ২০২৫

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সেফ এক্সিটের চিন্তা করছেন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) নেওয়ার চিন্তা করছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী নগরীর চেম্বার অব কমার্স ভবনের অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, `কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে সেফ এক্সিট করা যায়, সেটি ভাবছেন। তারা যেন এমন চিন্তা না করেন। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের নয়।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টাদের কারণেই বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। প্রধান উপদেষ্টা সম্ভবত আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করবেন না। কারণ জনগণ উপদেষ্টা পরিষদে নয়, তার প্রতি আস্থা রেখেছিল।’

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক জানান, ফেব্রুয়ারির মধ্যে ‘জুলাই সনদ’ সংশ্লিষ্ট আইনগত নিষ্পত্তি ও গণঅভ্যুত্থান-সংক্রান্ত শীর্ষ পর্যায়ের বিচারের রায় হলে ঘোষিত সময়ে নির্বাচনে যেতে কোনো বাধা থাকবে না এনসিপির।

তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করতে হবে—প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে।’

এর আগে সারজিস রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভায় তিনি দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু