পুলিশের বিশেষ অভিযান
উখিয়ায় অস্ত্র, গুলি, ইয়াবাসহ গ্রেপ্তার ৪
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৮, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:১২, ৫ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার ফরিদুল আলমের বসতঘরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
অভিযাকালে পুলিশ দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ, একটি রাইফেলের খালি খোসা, একটি শর্টগানের খালি খোসা এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ফরিদুল আলমসহ (২০) চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মরাগাছতলায় অবস্থান নিয়ে ফরিদুল আলমের বাড়িতে অভিযান চালায়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “অভিযানে অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।”
ওসি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনেই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।”