টেকনাফে ২৪,০০০ ইয়াবাসহ আটক ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২১:০০, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সিএনজিচালিত একটি গাড়িও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত যান তল্লাশি করে অভিনব কৌশলে লুকানো ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সময় এক মাদক পাচারকারীকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বাংলাদেশ কোস্টগার্ড মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”