বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

সীমান্তে মিয়ানমারের গোলাকে বাই মিসটেক বললেন পররাষ্ট্রমন্ত্রী

সমাজকাল

প্রকাশ: ১৪:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২২

সীমান্তে মিয়ানমারের গোলাকে বাই মিসটেক বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সীমান্তের ভেতরে গোলা চলে আসাটাকে বাই মিসটেক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দু’একটা যা পড়েছে সেগুলো বাই মিসটেক। আমরা তাদের ডেকেছি। তারা আমাদের অঙ্গীকার করেছে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে হোটেল লোটেতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মিয়ানমার কর্তৃপক্ষেও বরাত দিয়ে ড. মোমেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত হচ্ছে। তাদের ওখানে দু’দল মারামারি করছে। আর যেহেতু অনেক রোহিঙ্গা বর্ডার এলাকার নো ম্যান্স ল্যান্ডে থাকে, তার ফলে সেখানে সংঘাতের সময় কিছু গোলাগুলি হয়। মিয়ানমারের গোলা আসাকে দেশটির অনিচ্ছাকৃত ভুল বলেও অবহিত করেন। তিনি বলেন, ওই এলাকার বর্ডারটা খুব ক্রিসক্রস। কখনো কখনো এটা বোঝা মুশকিল। তো সে কারণে ওরা (মিয়ানমার) বলেছে যে তারা কোনো টার্গেটেড করে আমাদের এখানে কিছু ফেলছে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের বর্ডার সিল করে দিয়েছি। যাতে করে একটা রোহিঙ্গাও আমাদের এদিকে ঢুকতে না পারে। দেশে থাকা রোহিঙ্গাদের এখনো ফেরত পাঠাতে পারি নাই। আমরা আমাদের চেষ্টা অব্যহত রেখেছি। আশা করছি তারা চলে যাবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র সরকার র‌্যাবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: