২৩ আগস্ট
এইদিনে যাদের হারিয়েছি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৫:৪৪, ২৩ আগস্ট ২০২৫

২৩ আগস্ট ইতিহাসের নানা সময়ে বিদায় নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তিত্ব। তাদের জীবন ও কর্ম আজও মানবসভ্যতার স্মৃতি ও প্রেরণার অংশ হয়ে আছে। সমাজকালের পাঠকদের জন্য তুলে ধরা হলো এই দিনে প্রয়াত উল্লেখযোগ্যদের সংক্ষিপ্ত স্মরণিকা।
প্রাচীন ও মধ্যযুগ
হজরত আবু বকর সিদ্দিক [রা.] (মৃত্যু: ৬৩৪)
ইসলামের প্রথম খলিফা, মহানবী হজরত মুহাম্মদ [সা.] এর ঘনিষ্ঠ সহচর। ইসলামী রাষ্ট্রব্যবস্থার ভিত রচনায় তিনি ছিলেন অগ্রগণ্য। তাঁর সাহসী ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব ইসলামকে নতুন পথে এগিয়ে দেয়।
উইলিয়াম ওয়ালেস (১৩০৫)
স্কটিশ স্বাধীনতার লড়াইয়ের কিংবদন্তি নাইট। ইংরেজদের শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক। ইতিহাসে তিনি এক মহাকাব্যিক যোদ্ধা হিসেবে স্মরণীয়।
আবু সুউদ এফেন্দি (১৫৭৪)
উসমানীয় সাম্রাজ্যের বিখ্যাত হানাফি আলেম ও আইনবিদ। তাঁর শরিয়াহ ভিত্তিক আইনকানুন রাষ্ট্রব্যবস্থাকে সুসংহত করে।
আধুনিক যুগ
চার্লস অগাস্টিন কুলম্ব (১৮০৬)
ফরাসি পদার্থবিজ্ঞানী। বিদ্যুৎ ও চৌম্বকত্ব নিয়ে তাঁর গবেষণা আজও বিজ্ঞানের পাঠ্য। ‘কুলম্বের সূত্র’ বৈদ্যুতিক বলের মৌলিক ভিত্তি।
পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ (১৮৮৬)
বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবক। তিনি সমাজ সংস্কার ও জ্ঞানচর্চায় অসাধারণ অবদান রেখে গেছেন।
সাদ জগলুল পাশা (১৯২৭)
মিশরের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আরব জাতীয়তাবাদের অনুপ্রেরণা।
দ্বিতীয় আবদুল মজিদ (১৯৪৪)
শেষ উসমানীয় খলিফা। তাঁর মৃত্যু এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটায়।
অমল হোম (১৯৭৫)
বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক। সমাজ ও সাহিত্যের প্রতি তাঁর প্রজ্ঞা আজও আলোচিত।
স্টানফোর্ড মুর (১৯৮২)
মার্কিন প্রাণরসায়নবিদ, নোবেলজয়ী। এনজাইম গবেষণায় তাঁর অবদান অমর।
সমর সেন (১৯৮৭)
ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক। তীক্ষ্ণ সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাঁর লেখাকে করেছে অনন্য।
আর. ডি. লাইং (১৯৮৯)
স্কটিশ মনোচিকিৎসক। আধুনিক মনোবিজ্ঞানে বিকল্প চিন্তাধারার পথিকৃত।
জন কেন্ড্রেও (১৯৯৭)
ইংরেজ প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। জীবরসায়নে তাঁর কাজ মানবকল্যাণে অগ্রগণ্য।
কুলদীপ নায়ার (২০১৮)
ভারতের প্রবীণ সাংবাদিক, লেখক ও মানবাধিকারকর্মী। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার অগ্রণী কণ্ঠস্বর ছিলেন তিনি।
অধ্যাপক মোজাফফর আহমদ (২০১৯)
বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। গণতন্ত্র ও সমাজতান্ত্রিক আন্দোলনের এক অগ্রজ পথিকৃত।
কারী আব্দুল গণী (২০১৯)
বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী, ধর্মীয় শিক্ষায় নিবেদিতপ্রাণ।
ইয়েভগেনি প্রিগোজিন (২০২৩)
রুশ ব্যবসায়ী ও ভাড়াটে যোদ্ধাবাহিনী ‘ওয়াগনার গ্রুপ’-এর প্রধান। আধুনিক ভূরাজনীতির বিতর্কিত চরিত্র, যাঁর মৃত্যু বিশ্ব রাজনীতিতে আলোড়ন তোলে।
২৩ আগস্ট ইতিহাসে এক বেদনাময় স্মৃতি-বাহী দিন। ইসলামী খিলাফতের প্রথম যুগ থেকে আধুনিক বিজ্ঞান, সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতির মহারথীরা এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাঁদের কর্ম আজও মানবসমাজকে পথ দেখায়।