বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

জন্মদিনে যাদের মনে রাখি

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০৬:৪০, ২১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৩৭, ২১ আগস্ট ২০২৫

জন্মদিনে যাদের মনে রাখি

ইতিহাসের পাতা উল্টে দেখলে দেখা যায়, ২১ আগস্ট তারিখে জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তি, যারা নিজ নিজ ক্ষেত্রে মানবসভ্যতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁদের বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া কিংবা প্রযুক্তি— সর্বত্র ছড়িয়ে আছে প্রভাব ও অবদান।

অগুস্তাঁ লুই কোশি (১৭৮৯)

ফরাসি গণিতবিদ অগুস্তাঁ লুই কোশি আধুনিক গণিতের ইতিহাসে এক উজ্জ্বল নাম। বিশ্লেষণ (Analysis), সম্ভাবনা (Probability) এবং যান্ত্রিক বিজ্ঞানে তাঁর অবদান অসামান্য। অসংখ্য গণিত সূত্র, তত্ত্ব ও সমীকরণ আজও তাঁর নামের সঙ্গে জড়িত। গণিতকে কঠোরভাবে প্রমাণভিত্তিক ও যুক্তিনির্ভর রূপ দেওয়ার ক্ষেত্রে কোশির অবদান বিশেষভাবে স্মরণীয়।

পরমনাথ ভাদুড়ী (১৯০৮ – ১৯৯২)
ভারতীয় বাঙালি বিজ্ঞানী পরমনাথ ভাদুড়ী ছিলেন কৃষি বিজ্ঞানে জৈব সার ব্যবহারের অন্যতম পথিকৃৎ। তাঁর গবেষণার মাধ্যমে ভারতীয় কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের পথ খুলে যায়, যা আজও টেকসই কৃষি ও পরিবেশবান্ধব খাদ্য উৎপাদনে গুরুত্ব বহন করে।

চামেলী বসু (১৯১১ – ১৯৯২)
চামেলী বসু ছিলেন ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী। বিজ্ঞানক্ষেত্রে নারীর অংশগ্রহণ যেখানে ছিল সীমিত, সেখানে তিনি নিজের মেধা ও গবেষণার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেন। নারী শিক্ষার অগ্রযাত্রায় তাঁর অবদান অনস্বীকার্য।

রামকুমার চট্টোপাধ্যায় (১৯২১ – ২০০৯)
বাংলার সঙ্গীতজগতে রামকুমার চট্টোপাধ্যায়ের নাম সর্বদা শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে তিনি আধুনিক বাংলা গানের এক সোনালি অধ্যায় রচনা করেন। তাঁর সুরের মধ্যে ছিল এক বিশেষ আবেদন, যা শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে গেছে।

সের্গেই ব্রিন (১৯৭৩)

রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী সের্গেই ব্রিন হলেন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা। বিশ্বের তথ্যপ্রযুক্তি জগতে এক বৈপ্লবিক পরিবর্তনের নাম গুগল— আর সেই বিপ্লবের অন্যতম নেপথ্য কারিগর ব্রিন। ইন্টারনেট অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি উদ্ভাবনে তাঁর অবদান বিশ্বজুড়ে স্বীকৃত।

উসেইন বোল্ট (১৯৮৬)
“লাইটনিং বোল্ট” নামে পরিচিত উসেইন বোল্ট জামাইকান দৌড়বিদ, যিনি একাধিকবার অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ডধারী এই কিংবদন্তি ক্রীড়াবিদ আজও গতির প্রতীক হিসেবে সারা বিশ্বের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন।

আলেক্স ভিদাল (১৯৮৯)
স্প্যানিশ ফুটবলার আলেক্স ভিদাল মাঠে তাঁর বহুমুখী খেলার দক্ষতার জন্য পরিচিত। বার্সেলোনা ও অন্যান্য ইউরোপীয় ক্লাবে খেলে তিনি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন।

ক্যারোলিনা মুচোভা (১৯৯৬)
চেক টেনিস খেলোয়াড় ক্যারোলিনা মুচোভা বিশ্ব টেনিসে এক উজ্জ্বল প্রতিভা। শক্তিশালী খেলার ধরণ ও প্রতিপক্ষকে কৌশলে চাপে রাখার ক্ষমতার জন্য তিনি আলোচনায় আসেন। আন্তর্জাতিক গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় তাঁর পারফরম্যান্স তাঁকে ক্রীড়া জগতে পরিচিতি এনে দিয়েছে।

২১ আগস্টের এই তারিখে জন্ম নেওয়া মানুষগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রের হলেও তাদের সবার অবদান মানবসভ্যতাকে সমৃদ্ধ করেছে। বিজ্ঞান থেকে প্রযুক্তি, সঙ্গীত থেকে ক্রীড়া— প্রতিটি ক্ষেত্রে তাঁদের কৃতিত্ব আজও প্রেরণা জোগায় নতুন প্রজন্মকে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: