বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

১৬ আগস্টের মৃত্যুবার্ষিকী : ইতিহাসের পাতা থেকে স্মরণীয় ব্যক্তিত্বরা

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৪:৪৬, ১৬ আগস্ট ২০২৫

১৬ আগস্টের মৃত্যুবার্ষিকী : ইতিহাসের পাতা থেকে স্মরণীয় ব্যক্তিত্বরা

১৬ আগস্ট বিশ্বজুড়ে ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য ও ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা বহু বিশিষ্ট ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী। তাঁদের কর্মজীবন, অবদান ও উত্তরাধিকার আজও প্রেরণার উৎস হয়ে আছে।

ঊনবিংশ শতকের মহাপুরুষ
শ্রীরামকৃষ্ণ পরমহংস (জ. ১৮/০২/১৮৩৬) – উনবিংশ শতকের অন্যতম প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। তার আধ্যাত্মিক সাধনা ও সার্বজনীন ধর্মচিন্তা ভারতীয় দর্শনের নতুন দিগন্ত উন্মোচন করে।

জন পেম্বারটন (জ. ১৮৩১) – মার্কিন ঔষধ প্রস্তুতকারক, যিনি কোকা-কোলা পানীয়ের মূল ফর্মুলা উদ্ভাবন করেছিলেন।

রবার্ট বুনসেন (জ. ১৮১১) – জার্মান রসায়নবিদ, যার নামে বিখ্যাত ‘বুনসেন বার্নার’।

বিশ শতকের সাংস্কৃতিক ও ক্রীড়া কিংবদন্তি
বেব রুথ (জ. ১৮৯৫) – মার্কিন বেসবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন।

মার্গারেট মিচেল (জ. ১৯০০) – মার্কিন লেখিকা ও সাংবাদিক, অমর উপন্যাস Gone with the Wind-এর স্রষ্টা।

এলভিস প্রেসলি (জ. ০৮/০১/১৯৩৫) – “রক অ্যান্ড রোল”-এর রাজা, যিনি সঙ্গীতে এক বিপ্লব ঘটিয়েছিলেন।

নুসরাত ফাতেহ আলী খান (জ. ১৯৪৮) – পাকিস্তানের কিংবদন্তি কাওয়ালি সঙ্গীতশিল্পী, যার কণ্ঠ ও সঙ্গীত বিশ্বব্যাপী অনুরাগী সৃষ্টি করেছে।

পিটার ফন্ডা (জ. ১৯৪০) – মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার, Easy Rider চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

বিজ্ঞান ও জ্ঞানের আলোকবর্তিকা
আর্ভিং ল্যাংমিউয়র (জ. ১৮৮১) – মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।

আন্না মনি (জ. ১৯১৮) – ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী, আবহাওয়া যন্ত্রপাতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মৌলভী আবদুল হক (জ. ১৮৭০) – পাকিস্তানি ভাষাতত্ত্ববিদ, ‘বাবা-ই-উর্দু’ নামে খ্যাত।

রাজনীতি ও ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিত্ব
জন জর্জ ডিফেনবাকার (জ. ১৮৯৫) – কানাডার ১৩তম প্রধানমন্ত্রী।

ইদি আমিন (জ. ১৯২৪) – উগান্ডার বিতর্কিত সামরিক স্বৈরশাসক।

অটল বিহারী বাজপেয়ী (জ. ২৫/১২/১৯২৪) – ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক ও কবি।

আধ্যাত্মিক ও বিপ্লবী নেতৃত্ব
সুলতান আহমদ নানুপুরী (জ. ১৯১৪) – বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

আবু নিদাল (জ. ১৯৩৭) – ফিলিস্তিনি বিপ্লবী সংগঠন ‘ফাতাহ: বিপ্লব পরিষদ’-এর প্রতিষ্ঠাতা।

ক্রীড়াঙ্গনের নক্ষত্র
চেতন চৌহান (জ. ২১/০৭/১৯৪৭) – ভারতের প্রথিতযশা সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: