রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের বিভাগীয় সমাবেশ ৩০ নভেম্বর
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৬:২৭, ২৭ নভেম্বর ২০২৫
রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের বিভাগীয় সমাবেশ ৩০ নভেম্বর / ফাইল ছবি
জামায়াতে ইসলামীসহ সমমনা আট রাজনৈতিক দল আগামী ৩০ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিভাগীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। ইতোমধ্যে সমাবেশকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কুমারপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। পাশাপাশি অন্য সাত দলের রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন।
তিনি জানান, সমাবেশটি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এসময় ইমাজ উদ্দিন মণ্ডল অভিযোগ করেন, পিআর ও জুলাই সনদ অত্যাবশ্যকীয় হলেও সরকার বাস্তবায়নে গড়িমসি করছে। একদিনে গণভোট ও নির্বাচন আয়োজন হাস্যকর এবং এটি গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করে।
তিনি আরও বলেন, প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে, যা নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুদের পুনর্বাসন এখনো হয়নি।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাগপার বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারাও এতে উপস্থিত ছিলেন।
