এনসিপির সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৭, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৮, ৬ অক্টোবর ২০২৫

বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের উপমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকায় তুরস্কের দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকারি প্রস্তুতি, সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিশদ আলোচনা হয়।
তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রমের অগ্রগতিকে স্বাগত জানানো হয়। পাশাপাশি, যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপক্ষীয় সহযোগিতা, যুব বিনিময় কর্মসূচি (ইয়ুথ এক্সচেঞ্জ) এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াতেও তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকের সময় তুরস্কের উপ–পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।