জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আশাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশে ভুটান দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং।
জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে দুজনের মধ্যে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা। উভয়পক্ষই ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার ও সহযোগিতা বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বৈঠকে জামায়াতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
ভুটান বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যুৎ, পানিসম্পদ ব্যবস্থাপনা ও আঞ্চলিক বাণিজ্যে সহযোগিতার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জামায়াতের আমির ও ভুটানের রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ ভবিষ্যৎ সহযোগিতা আরও দৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলে কূটনৈতিক মহল মনে করছে।
