বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

হাসপাতালে ইসরায়েলি চার সাংবাদিকও প্রাণ হারালেন

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৬:২০, ২৫ আগস্ট ২০২৫

হাসপাতালে ইসরায়েলি চার সাংবাদিকও প্রাণ হারালেন

দক্ষিণ গাজা উপত্যকার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের চারজন সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

রয়টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ক্যামেরাপার্সন হুসাম আল-মাসরি এ হামলায় নিহত হয়েছেন। এছাড়া প্রাণ হারানো অন্য সাংবাদিকরা হলেন—আল জাজিরার মোহাম্মদ সালামা, অ্যাসোসিয়েটেড প্রেসের মারিয়াম আবু দাকা এবং আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির ফটোগ্রাফার মু’আথ আবু তাহা।

হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রথম হামলায় কয়েকজন নিহত হন। পরে যখন উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন, তখনই দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে আরও প্রাণহানি ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী কার্যালয় এ হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে স্থানীয় সাংবাদিকদের ধারণকৃত ফুটেজে দেখা গেছে, হাসপাতাল ভবন থেকে ধোঁয়া উড়ছে।

একটি ভিডিওতে দেখা যায়, এক চিকিৎসক রক্তাক্ত পোশাক সাংবাদিকদের সামনে তুলে ধরছেন। সেই মুহূর্তেই কাছাকাছি এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে।


গাজায় চলমান সংঘাতে এ নিয়ে একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক নিহত হয়েছেন। এর আগে কয়েক মাসে আল জাজিরা, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদক ও ফটোগ্রাফাররা হামলার শিকার হন।

সারসংক্ষেপ
নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ১৫ জন
প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের ৪ সাংবাদিক
হামলার পরপরই উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা

ইসরায়েলি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর দফতরের কোনো মন্তব্য নেই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: