বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ির মৃত্যু

সমাজকাল

প্রকাশ: ১৬:২৯, ১৬ জুন ২০২৫

বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ির মৃত্যু

বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ির মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বাংলানিউজ পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সমাজকাল ডেস্ক : বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর নিউজরুম এডিটর (রেফারেন্স) উম্মে ইউনুস মোসাম্মৎ তানজিদা পাপড়ি আর নেই। সোমবার (১৬ জুন) সকাল ১০টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তানজিদা পাপড়ি। ঈদের পর সম্প্রতি তিনি স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ জুন থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সোমবার সকালে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। তার স্বামী সৈয়দ মো. সাইফুল ইসলাম জানান, স্ত্রী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ স্ট্রোকের পর আর ফিরে আসেননি। তানজিদা পাপড়ির গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার কলেজ রোড এলাকায়। তিনি বাংলানিউজে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন এবং সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন। সংবাদপত্র জগতে তিনি একজন নিষ্ঠাবান ও দক্ষ কর্মী হিসেবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। তিনি এক শোকবার্তায় বলেন, “তানজিদা পাপড়ির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলানিউজ পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তাঁর শূন্যতা অপূরণীয়।” বাংলানিউজ পরিবারও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সূত্র: বাংলানিউজ২৪.কম

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: