ভারতকে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৯, ২৩ নভেম্বর ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন / ফাইল ছবি
জুলাই গণ-গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে নতুন করে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রবিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা এই চিঠি পাঠিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনা ও একই মামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘দুজনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তাই তাদের ফেরত পাঠাতে ভারতের বাড়তি দায়িত্ব রয়েছে।’
এর আগে রায়ের দিন সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে পুনরায় চিঠি পাঠানো হবে। রায়ের পর দিনও তিনি পুনর্ব্যক্ত করেন যে, দণ্ডপ্রাপ্ত দুজনকে ফেরত আনার জন্য সরকার শিগগিরই আনুষ্ঠানিক উদ্যোগ নেবে। তার বক্তব্যের পরের দিনই চিঠি পাঠানো হয় বলে জানা যায়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। পরে জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।
একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা ‘অবন্ধুসুলভ আচরণ’ হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ–ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই দুই দণ্ডপ্রাপ্তকে ফিরিয়ে দেওয়া ভারতের ‘অবশ্য পালনীয় দায়িত্ব’।
এর আগে একাধিকবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। কিন্তু ভারত এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে আসছেন—‘চিঠি দেওয়া হয়েছে; তবে ভারতের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।’
