এমআইএসটি’র উদ্যোগে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৩৩, ২৭ নভেম্বর ২০২৫
এমআইএসটি’র উদ্যোগে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা শুরু। ছবি: আইএসপিআর
দেশের তরুণ উদ্ভাবকদের সবচেয়ে বড় প্রযুক্তি আসর ‘রোবোলিউশন ২০২৫’–এর উদ্বোধন করেছে মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। পাশাপাশি শুরু হয়েছে চতুর্থ ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) আন্তর্জাতিক সম্মেলন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (রেইকন)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এমআইএসটি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ প্রধান অতিথি হিসেবে দুটি ইভেন্টের সূচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী রোবট ও প্রযুক্তিগত প্রকল্প নিয়ে রোবোলিউশন ২০২৫-এ অংশ নেন। এমআইএসটি রোবোটিক্স ক্লাবের উদ্যোগে এই আয়োজনটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, যেখানে তরুণ উদ্ভাবকরা একে–অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে কার্যক্রম শুরু হয়। রেজিস্ট্রেশন ও কিট বিতরণের পর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট।
আইএসপিআর জানায়, এবারের রোবোলিউশন ২০২৫–এ ছিল-ব্যাটল অব বটস, লাইন ফলোয়িং রেস, সকার বট, কসমো ক্লেঞ্চ, ভ্যালোরান্ট গেমিং কম্পিটিশন, ভিএলএসআই ডিজাইন চ্যালেঞ্জ ও অর্ডুইনো কোড চ্যালেঞ্জ। এসব প্রতিযোগিতা এমআইএসটি ক্যাম্পাসের বিভিন্ন স্পটে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা যাচাই ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোবোলিউশনের পাশাপাশি চলমান ছিল আইইইই রেইকন—যেখানে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আইওটি–বিষয়ক গবেষণা উপস্থাপন, প্রযুক্তি প্রদর্শনী এবং কি-নোট বক্তব্য অনুষ্ঠিত হয়। গবেষক, প্রকৌশলী, একাডেমিশিয়ান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলনকে দেশের প্রযুক্তিখাতের একটি বিশেষ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা বলছেন, এই প্ল্যাটফর্ম নতুন উদ্ভাবন, গবেষণা–সহযোগিতা ও প্রযুক্তি–চর্চাকে আরও গতিশীল করবে।
আইএসপিআর জানায়, এমআইএসটি রোবোটিক্স ক্লাব ও আইইইই বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই দ্বৈত আয়োজন তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির বাস্তব জগতে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে। অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা ও দলগত কাজের মানোন্নয়নই রোবোলিউশন ২০২৫–এর প্রধান সাফল্য বলে মন্তব্য করেছেন আয়োজকরা।
