পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় জোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৪, ২২ নভেম্বর ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বৈঠক। ছবি: সমাজকাল
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগ ও শিক্ষা খাতে নতুন কর্মপরিকল্পনা, পর্যটন–সাংস্কৃতিক বিনিময় এবং ক্রীড়া সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী টোবগের এই সফরকে ঢাকা–থিম্পুর সম্পর্কের একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখা হচ্ছে। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচায় স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এর পরপরই ভুটানের সরকার প্রধান সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক উঠে আসে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য শুল্ক–সহযোগিতা সহজীকরণ, জলবিদ্যুৎ–বিনিয়োগ সম্ভাবনা, সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ এবং শিক্ষার্থী–শিক্ষক বিনিময়সহ মানবসম্পদ উন্নয়ন বিষয়েও আলোচনা হয়।
ঢাকায় অবস্থানকালে দুই দেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কৃষি ও খাদ্য নিরাপত্তা, সীমান্ত–যোগাযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতা এসব এমওইউ–এর মধ্যে থাকতে পারে।
সফরের দ্বিতীয় দিন রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীকে সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। একই দিন টোবগে ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পথ নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। তিন দিনের সফর শেষে আগামী সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা ছাড়বেন তিনি।
