সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকায় নেমেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪০, ২২ নভেম্বর ২০২৫

ঢাকায় নেমেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খোঁজখবর নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার সকাল সোয়া ৮টায় ড্রুকএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে শেরিং তোবগে গত শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ও আশেপাশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে বাবা–ছেলেসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি আহত শতাধিক মানুষের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রীর প্রতি ১৯ বন্দুক স্যালুট ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে রওনা হন। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি স্মারক বইতে স্বাক্ষর করবেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। পরে বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আয়োজিত সরকারি নৈশভোজেও যোগ দেবেন তিনি।

পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম আগেই জানিয়েছেন, এ সফরে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা—এই তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে। পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগ, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, জ্বালানি, ক্রীড়া ও শিল্পসহ বিস্তৃত সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

বাংলাদেশ ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা, পেশাদার জনবল নিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রস্তাব রাখতে পারে। আঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রী আগামীকাল ২৩ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা