শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

এরদোয়ানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ 

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৩, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৪২, ১০ অক্টোবর ২০২৫

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত শহিদুল আলম

ইস্তাবুলে নিযুক্ত কনসাল জেনারেল শহীদুলকে রিসিভ করেন

বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
তার মুক্তির পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েল থেকে শহিদুলের মুক্তি ও প্রত্যাবর্তনে সহায়তার জন্য।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। বার্তায় বলা হয়, তুরস্কের কূটনৈতিক উদ্যোগের ফলে আজ বিকেলে শহিদুল আলমসহ আটক অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যায়।
টিকে ৬৯২১ নম্বর ওই ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ড. ইউনূস তার বার্তায় বলেন, “মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া সব মানুষের পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমরা কৃতজ্ঞতা জানাই।”
শহিদুল আলম ঢাকাভিত্তিক চিত্র সংস্থা দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন ধরেই মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার।
সাম্প্রতিক সময়ে তিনি অংশ নিয়েছিলেন ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে—যা গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙা ও ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গঠিত একটি আন্তর্জাতিক উদ্যোগ।
নৌবহরটিতে ছিল মোট ৯টি জাহাজ, যেখানে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। শহিদুল আলম ছিলেন ‘কনশানস’ নামের জাহাজে। গত বুধবার ইসরায়েলি নৌবাহিনী সেই নৌবহরে হামলা চালিয়ে সব যাত্রী ও নাবিককে আটক করে নিয়ে যায়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, আন্তর্জাতিক সংলাপ ও তুরস্কের সরাসরি মধ্যস্থতায় শহিদুল আলমের মুক্তি সম্ভব হয়েছে। শিগগিরই তাঁর দেশে ফেরার বিষয়ে প্রক্রিয়া শুরু হবে।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন