বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সোমবার ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে প্রাধান্য পাবে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা

প্রকাশ: ১৮:০৭, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০৭, ৪ অক্টোবর ২০২৫

সোমবার ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

চতুর্থ দফার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি, যিনি দুই দিনের সফরে ৬ অক্টোবর সোমবার ঢাকায় পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়—বিশেষত ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা—প্রাধান্য পেতে পারে।

ফরেন অফিস কনসালটেশন ও আলোচনার এজেন্ডা

আগামী ৭ অক্টোবর ঢাকায় হবে বাংলাদেশ-তুরস্ক চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। পাঁচ বছর পর এই বৈঠক হচ্ছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা পুনরুজ্জীবিত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র জানায়, আলোচনায় বাণিজ্য বিনিয়োগ, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, সড়ক অবকাঠামো, শিক্ষা ও পর্যটন খাতের সহযোগিতা বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।

ঢাকায় একিনচির কর্মসূচি

কূটনৈতিক সূত্র অনুযায়ী, ঢাকায় অবস্থানকালে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী একিনচি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হবেন।
এ ছাড়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্প্রসারণ ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা করার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক সংলাপের সম্ভাবনা

কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে যে, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী একিনচি ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গেও আলাদা বৈঠকে মিলিত হতে পারেন। এ ধরনের সাক্ষাৎ হলে তা আসন্ন নির্বাচনী রাজনীতি ও বাংলাদেশের বহুমাত্রিক কূটনৈতিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ও তুরস্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ মুসলিম বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচিত। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের প্রতিরক্ষা, মানবিক সহায়তা ও অবকাঠামো উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকটে তুরস্কের মানবিক সহায়তা এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রকল্প নিয়ে দুই দেশ ইতোমধ্যে একাধিক আলোচনা করেছে।

আরও পড়ুন